Manoharpukur Murder: শ্বশুরের অফিসে কাজ, ছাড়িয়ে দেওয়ায় অশান্তি, মনোহরপুকুর রোডে গৃহবধু খুনে নতুন তথ্য । Bangla News

Continues below advertisement

মনোহরপুকুর রোডে গৃহবধূ খুনে নতুন তথ্য। স্থানীয় সূত্রে খবর, শ্বশুরের কাছে কাজ করতেন অরবিন্দ বাজাজ। বছর দুয়েক আগে জামাইকে কাজ থেকে ছাড়িয়ে দেন শ্বশুর। তারপর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, কাজ হারানো ও দাম্পত্য অশান্তির কথা সম্প্রতি আত্মীয়দেরও জানিয়েছিলেন অরবিন্দ। পুলিশের দাবি, জেরায় ধৃত দাবি করেন, দীপাবলির আগে আলমারি থেকে বাসন বের করা নিয়ে গতকাল স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। রাগের বশে ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীকে কোপাতে শুরু করেন। মেয়ে বাধা দিলে তার গায়েও আঘাত লাগে। কর্মহীন হয়ে পড়ার পাশাপাশি শ্বশুরবাড়ির সঙ্গে তিক্ত সম্পর্ক, এই দু’য়ের টানাপোড়েনেই কী স্ত্রীকে খুন? মনোহরপুকুর রোডে খুনের ঘটনায় উত্তর খুঁজছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram