Pratyusha Paul: ধর্ষণের হুমকির অভিযোগের তদন্ত শুরু, প্রত্যুষার বয়ান রেকর্ড করল পুলিশ
ইনস্টাগ্রামে অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগে অবশেষে তদন্ত শুরু পুলিশের। আজই অভিনেত্রী প্রত্যুষা পালের (Pratyusha Paul) বয়ান রেকর্ড করল পুলিশ। ইনস্টাগ্রামে হুমকি-পোস্টের স্ক্রিনশট নিয়ে লালবাজারে পৌঁছান প্রত্যুষা। মামলা রুজুর পরেও ইনস্টাগ্রামে তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর।
আজ লালবাজারে ডেকে পাঠানো হয় অভিনেত্রী প্রত্যুষা পালকে। তাঁর কী কী অভিযোগ রয়েছে তা জানতে চাওয়া হয়। এর আগেও তাঁর কাছ থেকে তথ্য নেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে যে অ্যাকাউন্ট থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল সেই অ্যাকাউন্ট ও মেসেজগুলির স্ক্রিনশটও পেশ করা হয়েছে পুলিশ আধিকারিকদের কাছে। কে বা কারা এই ধর্ষণের হুমকির পিছনে রয়েছে। সে বা তারা প্রত্যুষার পরিচিত বা অনুরাগী কিনা খতিয়ে দেখা হবে। পুরনো কোনও শত্রুতার বিষয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।তাঁর ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগও করেছেন অভিনেত্রী। এক বছর আগে ইমেলে অভিযোগ জানানো হলেও এখনও অধরা অভিযুক্ত। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই তথ্যপ্রযুক্তি আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Tags :
ABP Ananda Tollywood ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Pratyusha Paul