Saltlake: বান্ধবী চলে গেছে অন্যত্র, কলেজ পড়ুয়ার মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য ।Bangla News

Continues below advertisement

সল্টলেকে কলকাতা পুলিশের আবাসনের ১১ তলা থেকে পড়ে কলেজ পড়ুয়ার মৃত্যু। মৃতের নাম পার্থসারথি পাল। মৃত সল্টলেকের AE ব্লকের বাসিন্দা। প্রতিবেশীদের দাবি, সকাল সোয়া ১০টা নাগাদ ভারী কিছু পড়ার আওয়াজ পান। এরপর বছর তেইশের ওই কলেজ পড়ুয়াকে আবাসনের নীচে পড়ে থাকতে দেখা যায়। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ১১ তলা থেকে উদ্ধার মৃতের জুতো মাস্ক। মিলেছে মোবাইল ফোনও। আত্মহত্যা নাকি, অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram