Newborn Death:চিকিৎসার গাফিলতিতে শিশু কন্য়ার মৃত্য়ুর অভিযোগ সাগর ব্লক হাসপাতালে।ABP Ananda LIVE

Continues below advertisement

চিকিৎসার গাফিলতিতে এক মাসের শিশু কন্য়ার মৃত্য়ুর অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লক হাসপাতালের ঘটনা। শ্বাসকষ্ট হওয়ায় গতকাল  সাগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শিশু কন্যাকে। পরিবারের অভিযোগ, সেই সময় হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না। হাসপাতালে বিদ্যুৎ না থাকায় নেবুলাইজার ঠিক মতো দেওয়া যায়নি বলেও অভিযোগ। গাফিলতির অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল বলে দাবি। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য় স্বাস্থ্য আধিকারিক। গত জানুয়ারি মাসে, কার্যত একই কারণে হাসপাতাল চত্বরে কান্নায় লুটিয়ে পড়েন এক পুত্রহারা মা। চিকিৎসকদের দেখতে পেয়েই তাঁদের মারধরও শুরু করেন বলে অভিযোগ। দাবি, গত নভেম্বরে চিকিৎসকের গাফিলতিতে বছর ২৩-এর এক যুবক মারা যান। চিকিৎসকে বিরুদ্ধে আনা হয় গাফিলতির অভিযোগ। এর পর বাড়িতে মৃত্যু হয় রোগীর। ছেলের মৃত্য়ুর পর কলকাতা মেডিক্যালে কলেজে গিয়ে বিক্ষোভ দেখান মৃতের বাবা ও মা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram