Doshtay 10 Dik: বাগনানে অভিনেত্রী খুনে গ্রেফতার স্বামী, ফরেনসিক পরীক্ষার তোড়জোড়
Continues below advertisement
হাওড়ার বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়াকে খুনের ঘটনা অন্যদিকে মোড় নিল। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী প্রকাশ কুমারকেই গ্রেফতার করল বাগনান থানার পুলিশ।
বাগনানে খুন হওয়া ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর দেহের ফরেন্সিক পরীক্ষা হবে। দেহ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল। পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করায়, রিয়ার মাথায় গভীর ক্ষত রয়েছে। সেখানে গান পাউডার লেগে আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে ভাঙড়ের কাশীপুরে সোমনাথ কলোনিতে চাষের জমিতে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশেই পড়েছিল বোমা ভর্তি ব্যাগ। কাশীপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে।
Continues below advertisement
Tags :
Murder Bangla News Bangla News Live Bagnan Bengali News ABP Ananda LIVE Howrah ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Riya Kumari