10tay 10Dik : অনুব্রতর বাড়ির পরিচারক ও মেয়ে সুকন্যার গাড়ি চালককে নিজাম প্যালেসে তলব

Continues below advertisement

গরুপাচার মামলায় এবার সিবিআই-এর নজরে অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক বিজয় রজক ও মেয়ে সুকন্যার গাড়ি চালক তুফানকে। আজ নিজাম প্যালেসে দুজনকেই তলব করা হয়েছে। বিজয় অনু্ব্রতর পরিচারক হলেও, লাভপুর কলেজের অশিক্ষক কর্মচারী। এর আগেই চার্জশিটে সিবিআই দাবি করেছিল, গরু পাচারের কালো টাকা সাদা করতে, কর্মচারী, পরিচারক, ড্রাইভারদের নামে একাধিক ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট খোলা হয়েছিল। সিবিআইয়ের দাবি, দুজনের অ্য়াকাউন্টে প্রচুর টাকা লেনদেন হয়েছে। সেই কারণেই ওই দু’জনকে ব্যাঙ্কের নথি নিয়ে নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। এই ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের বিষয়ে কতটা জানতেন পরিচালক ও ড্রাইভার? বিপুল টাকা লেনদেনের ব্য়াপারে কী কী তথ্য় জানতেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram