10tay 10dik (Seg 2): বেনামি সম্পত্তির অভিযোগে কড়া অবস্থান তৃণমূলের, পদত্যাগ তৃণমূল প্রধানের। Bangla News
Continues below advertisement
'এক ডাকে অভিষেকে' আসা অভিযোগের সত্যতা মেলায়, দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিল তৃণমূল। সম্প্রতি, এক ডাকে অভিষেকে, তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুরের শান্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ৬০টির বেশি বেনামি সম্পত্তি এবং ঠিকাদারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আসে। এরপরই, দলীয়স্তরে তদন্ত শুরু হয়। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা মেলায় পঞ্চায়েত প্রধানকে ইস্তফা দিতে বলা হয়। এরপরই, গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে, শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও-র কাছে ইস্তফা দেন শান্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সেলিম আলি।
Continues below advertisement
Tags :
Abhishek Banerjee Bangla News Bangla News Live Purba Medinipur Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News