12 tar breaking : ব্যাঙ্কে ১৭৭টি বেনামি অ্যাকাউন্ট, রহস্য উদঘাটনে হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে CBI
Continues below advertisement
সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের রহস্য উদঘাটন করতে এবার ব্যাঙ্কিং এক্সপার্ট ও হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, এই ভুয়ো অ্যাকাউন্টগুলি ব্যবহার করে প্রায় ১০ কোটি কালো টাকা সাদা করা হয়েছিল, যা গরু পাচারের টাকা বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তে ব্যাঙ্ক বিশেষজ্ঞদের নিয়ে কমিটি তৈরি করেছে সিবিআই। একাধিক ভুয়ো অ্যাকউন্টের ফর্মে একই ব্যক্তির সই রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। তা খতিয়ে দেখতেই হ্যান্ড রাইটিং এক্সপার্টের সাহায্য নেওয়া হচ্ছে। সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে আজ নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Birbhum ABP Ananda Bengali News Cow Smuggling 12 Tar Breaking