Singur: মন্ত্রীর 'দিদির দূত' কর্মসূচির ২ দিন পরেই, সিঙ্গুরে রাস্তা মেরামতির দাবিতে পথে নামল DYFI | Bangla News

Continues below advertisement

মন্ত্রীর দিদির দূত কর্মসূচির ২ দিন পরেই, সিঙ্গুরে রাস্তা মেরামতির দাবিতে পথে নামল ডিওয়াইএফআই। সিঙ্গুরের আথালিয়া থেকে বাইক মিছিল করে প্রতিবাদ জানালেন বাম যুব সংগঠনের কর্মীরা। এরপর আনন্দনগর বাজারে মিনিট কুড়ি পথ অবরোধও করেন তাঁরা। বামেদের অভিযোগ, দিদির দূত কর্মসূচিতে শুধুই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু রাস্তা সারাই কবে হবে, তা নিয়ে আশ্বাস দিতে পারেননি মন্ত্রীও। এর আগে শুক্রবার সিঙ্গুরের আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে যান কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বাম যুবদের আন্দোলনকে কটাক্ষ করে পাল্টা শাসক দলের দাবি, রাস্তার টেন্ডার হয়ে গেছে, কয়েকদিনেই শুরু হবে রাস্তা মেরামতির কাজ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram