Loksabha Election: হাওড়ার পাঁচলায় ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়া ২০০ জন বিজেপি কর্মী, সমর্থক
ABP Ananda LIVE: হাওড়ার পাঁচলায় ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী, সমর্থক মিলিয়ে প্রায় ২০০ জন ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাঁচলার বেলডুবি গ্রামে আতঙ্কের পরিবেশ। সন্ত্রাসের নেপথ্যে তৃণমূল প্রধানের হাত, তাই পুলিশ নীরব দর্শক, অভিযোগ বিজেপির। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করিয়েছে বিজেপি, পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক।পঞ্চায়েত থেকে পুরসভা, বিধানসভা থেকে লোকসভা। বাংলায় বিরামহীন সন্ত্রাসের অভিযোগ। নির্বাচনের পঞ্চম দফায় হাওড়ায় বিভিন্ন এলাকা থেকে অশান্তির ছবি উঠে এসেছিল। সেই হাওড়ার পাঁচলায় এবার এক বেনজির দৃশ্য। হাওড়া লোকসভায় ভোট-পরবর্তী হিংসায় প্রায় ২০০ জন ঘরছাড়া বলে অভিযোগ। সোমবার ভোট-পর্ব মেটার পরেই পাঁচলা বিধানসভার বেলডুবি গ্রাম কার্যত পুরুষ শূন্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।