21st July TMC: শুক্রবার, তৃণমূলের মেগা কার্নিভ্যাল, তার আগে, জোরকদমে চলছে প্রস্তুতি
মাঝে আর একদিন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তুঙ্গে তৃণমূলের (TMC) ২১ শে জুলাইয়ের প্রস্তুতি। বুধবার মঞ্চের প্রস্তুতি ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার।
আগামী বছর লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে সদ্য শেষ হওয়া, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। এই আবহে ২১ শে জুলাই দিনটিকে 'শ্রদ্ধা দিবস' (Sradhha Diwas) হিসাবে পালন করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দূরের জেলাগুলি থেকে ইতিমধ্যেই কলকাতায় (Kolkata) আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
গীতাঞ্জলি স্টেডিয়ামে (Gitanjali Stadium) মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূলকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বুধবার দুপুরে ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা বলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে (Central Park) থাকার ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কর্মী-সমর্থকদের। তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় জানিয়েছেন, '২১-এর মঞ্চ হবে আগাম রাজনৈতিক কর্মসূচি ঘোষণার মঞ্চ। আট মাস পরে লোকসভা ভোট। সেটা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন৷'
বিকালে, ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি দেখতে যান কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner)। কোথায় কত ফোর্স মোতায়েন করা হবে ? ট্রাফিক ব্যবস্থা কীভাবে সামলানো হবে, সেই বিষয়গুলো নিয়ে অফিসারদের সঙ্গে কথা বলেন তিনি। পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি একুশে জুলাইয়ের সভার প্রেক্ষিতে কলকাতা পুলিশ ট্রাফিক অ্যাডভাইসারি জারি করবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার, তৃণমূলের মেগা কার্নিভ্যাল। তার আগে, জোরকদমে চলছে প্রস্তুতি।
প্রতি বছর ২১ জুলাই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। তবে এবার একুশে জুলাই শ্রদ্ধা দিবসও পালন করবে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণাই করেছেন। পঞ্চায়েত নির্বাচনে দলী কর্মীদের মৃত্যুতেই এমন সিদ্ধান্ত। সেই নিয়েও যদিও কটাক্ষ শুনতে হয়েছে তৃণমূলকে। তবে এবারের ২১শে জুলাইয়ের আরও একটি কারণে বাড়তি গুরুত্ব রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ ২০২৪-এর লোকসভা ভোটের আগেই এটাই শেষ ২১ শে জুলাই। জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট তৈরির জন্য় ইতিমধ্য়েই তৎপরতা শুরু হয়েছে। পটনায় বিরোধীদের বৈঠকে ছিলেন মমতা এবং অভিষেক। কিন্তু জাতীয় স্তরে একজোট হলেও, বাংলায় তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের দ্বন্দ্ব চরমে। এমন পরিস্থিতিতে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে লোকসভা নির্বাচন নিয়ে মমতা কী বলেন, সেদিকে নজর রাজনৈতিক মহলের।