Jadavpur University: পড়ুয়া মৃত্যুর ২৫ দিনের মাথায়, যাদবপুরে UGC-র প্রতিনিধিদল | ABP Ananda LIVE
Continues below advertisement
JU Student Death : পড়ুয়া মৃত্যুর ২৫ দিনের মাথায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এল UGC-র প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের র্যাগিং রিপোর্টে এর আগে অসন্তোষ প্রকাশ করে UGC। এদিন বিশ্ববিদ্য়ালয়ে এসে মূলত কর্তৃপক্ষের সঙ্গেই কথা বলবেন UGC-র প্রতিনিধিরা। পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন এখানে আসার পর, জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ।
Continues below advertisement