Calcutta High Court : প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল, শুক্রবার রায় দেবে ডিভিশন বেঞ্চ | ABP Ananda LIVE

Continues below advertisement

Calcutta High Court : প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল, শুক্রবার রায় দেবে ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা, শুক্রবার দুপুর ১টায় রায়দান। নিয়োগ-বিতর্কে পর্ষদকেই কাঠগড়ায় তুললেন চাকরিহারারের একাংশ । 'সিঙ্গল বেঞ্চের মামলায় কেন বক্তব্য শোনার দাবি জানায়নি পর্ষদ?', ৭ বছর চাকরি করেও কি কোনও অধিকার নেই? প্রশ্ন চাকরিচ্যুতদের আইনজীবীর। '৭ বছর ধরে আমরাও তো রাস্তায় বসে, কী হবে পরিবারের?', ডিভিশন বেঞ্চে পাল্টা সওয়াল বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীর। 'কয়েকজনের নম্বর পরীক্ষা করেই কীভাবে সিঙ্গল বেঞ্চ বুঝল দুর্নীতি হয়েছে?', হঠাৎ করে ২০২০-র পর কেন তৎপরতা? প্রশ্ন চাকরিচ্যুতদের আইনজীবীর। 'টেট পাস না করে চাকরি, শিক্ষাগত যোগ্যতা কম, ইন্টারভিউতেও বেশি নম্বর'। দুর্নীতির আর কি বাকি? আদালতে সওয়াল বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram