Joynagar: বিস্ফোরক অভিযোগ জয়নগরের দলুয়াখাকি গ্রামের সিপিএম নেতা আনিসুর লস্করের স্ত্রীর | ABP Ananda LIVE
Continues below advertisement
ঘটনার রাতে ঘরেই ছিলেন স্বামী। সকালে পুলিশ খোঁজ করতে আসে। খবর পেয়ে পালিয়ে যান স্বামী। এরপরই তৃণমূল নেতা খুনে জড়িত থাকার অভিযোগ তুলে গ্রামে তাণ্ডব চালায় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর দলবল। আগুন লাগিয়ে দেওয়া হয় সিপিএম নেতা আনিসুরের বাড়ি-সহ ১৬টি বাড়িতে। পরনের পোশাক ছাড়া সবই লুঠ করে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরক অভিযোগ জয়নগরের দলুয়াখাকি গ্রামের সিপিএম নেতা আনিসুর লস্করের স্ত্রী মঞ্জিরা লস্করের।
Continues below advertisement