Recruitment Scam: নিয়োগ দুর্নীতির মামলায় উদ্ধার ৫০ লক্ষ টাকা এবং দেড় কেজি সোনা!
Continues below advertisement
অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) পর এবার এস পি সিনহা (SP Sinha)। নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মামলায় আরেক অভিযুক্তর ফ্ল্য়াটে মিলল ৫০ লক্ষ টাকা এবং দেড় কেজি সোনা! সেই সঙ্গে ফ্ল্য়াট থেকে দেড় হাজার প্রার্থীর তালিকাও উদ্ধার হয়েছে বলে সিবিআই (CBI) সূত্রে দাবি। এই টাকা কি চাকরি বিক্রির? তা জানতে জেলে গিয়ে এস পি সিন্হাকে জেরা করা হতে পারে।
Continues below advertisement