Ashwini Vaishnaw: জমি জটে বাংলায় আটকে রেলের ৬১টি প্রকল্প, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর | ABP Ananda LIVE
Continues below advertisement
জমি জটে বাংলায় আটকে রেলের ৬১টি প্রকল্প, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর । মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষিত একাধিক প্রকল্পের কাজও আটকে । জমি জট কাটাতে মুখ্য়মন্ত্রীকে হস্তক্ষেপ করার অনুরোধ রেলমন্ত্রীর । জট কাটাতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়ার অনুরোধ রেলমন্ত্রীর । জমি জটে আটকে তারকেশ্বর-মগরা, হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ রেললাইনের কাজ । বজবজ-পূজালি, মছলন্দপুর-স্বরূপনগর, বাসন্তী-ঝড়খালি, দিঘা-এগরা, দিঘা-জলেশ্বরের মতো লাইনের কাজও আটকে । জমি জটে সম্প্রসারণ করা যায়নি কাঁথি থেকে এগরা, এগরা থেকে দিঘা অবধি রেললাইন । শেষ করা যায়নি, নদিয়ার আড়ংঘাটা থেকে দত্তপুলিয়া পর্যন্ত রেললাইন পাতার কাজও । এক দশক ধরে থমকে ছাতনা-মুকুটমণিপুর রেল প্রকল্প
Continues below advertisement