SSC Scam: শূন্য, দুই পেয়েও চার বছর ধরে শিক্ষকতা ! চাকরি গেল ৬১৮ জনের
Continues below advertisement
শূন্য, দুই পেয়েও চার বছর ধরে শিক্ষকতা ! হাইকোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের। ৬১৮ জনের শিক্ষকের সুপারিশপত্র বাতিল হচ্ছে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন। ওএমআর শিট এবং সার্ভারে দেদার নম্বরের ফারাক : সূত্র। চাকরি খোয়ালেন নবম-দশমের ৬১৮ জন অ্যাসিস্ট্যান্ট টিচার। প্রথম ধাপে বাতিল ৬১৮ জনের সুপারিশপত্র, জানাল এসএসসি। এসএসসি-র স্ক্যানারে মোট ৯৫২ জন শিক্ষক, তার মধ্যে চাকরি গেল ৬১৮ জনের।
Continues below advertisement