7:30Tay Saradin: সলমন খানকে খুনের হুমকি, তদন্তে মুম্বই পুলিশের ১০টি দল

Continues below advertisement

সলমন খানকে খুনের হুমকি, তদন্তে মুম্বই পুলিশের ১০টি দল। খুনের হুমকি দিয়ে চিঠি পাঠাল কে? ফুটেজ দেখে তদন্তে পুলিশ। 

কে কে’র মৃত্যুতে CBI ও ED’র তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টে আবেদন। জনস্বার্থ মামলা দায়েরের আর্জি তিন আইনজীবীর। অনুমতি দিল প্রধান বিচারপতির বেঞ্চ। চলতি সপ্তাহে মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।

 

প্রকাশ্যে হুঁশিয়ারি তৃণমূলের কেশপুর সাংগঠনিক জেলা সভাপতির। "সাবধান হয়ে যাও, কেশপুরের মাটি তৃণমূলের অত্যন্ত শক্ত ঘাঁটি। কেশপুরের পুলিশকে বলব আধঘণ্টা আপনারা থানায় থাকুন না। আনন্দপুর থানার পুলিশকে বলব, থানায় থেকে এসি-ফ্যানের হাওয়া খান। একটু আমাদের সময় দিন না খেলতে। আমাদের খেলতে আধঘণ্টার বেশি সময় লাগবে না। হুঁশিয়ারির সুরে মন্তব্য তৃণমূল নেতা মহম্মদ রফিকে।'' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram