7 Tae Bangla (Seg 2);‘লাঠি-বাঁশ হাতে এসেছিলেন বেশ কয়েকজন’ জানালেন বিশ্বভারতীর উপাচার্য।Bangla News
Continues below advertisement
ছাত্র মৃত্যু নিয়ে মুখ খুললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। মৃত ছাত্রের পরিবার কথা বলতে এলে, তাদের সঙ্গে লাঠি-বাঁশ হাতে এসেছিলেন বেশ কয়েকজন। গোটা ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করায় মৃত ছাত্রের মা-বাবার সঙ্গে দেখা করেননি বলে জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের। তপন কান্দুর ছেলের দাবি, অন্যতম অভিযুক্ত ভীম তিওয়ারি রাস্তা আটকে খুনের মামলা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বলে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ।
দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। ২৭ এপ্রিল বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদি। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক। বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, মনসুখ মাণ্ডব্য।
Continues below advertisement
Tags :
Narendra Modi Coronavirus Covid-19 CM PM ABP Ananda CBI Prime Minister Chief Minister CBI Probe ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বিশ্বভারতী Viswa Bharati COVID-19 এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ 7 Tae Bangla ঝালদা বিশ্বভারতী তপন কান্দু Jhalda News ৭ টায় বাংলা Jhalda Congress Councillor Death Jhalda Tapan Kandu Murder Cbi News Debu Kandu Student Death In Viswa Bharati University Sanjib Das CBI