7 Tay Bangla (Seg–1): অবশেষে স্বস্তির নিশ্বাস, দক্ষিণবঙ্গের একাংশে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি। Bangla News
দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে কলকাতায় স্বস্তির বৃষ্টি। দহন থেকে কিছুটা স্বস্তি, দক্ষিণবঙ্গের একাংশে ঝোড়ো হাওয়া, বৃষ্টি। পুরুলিয়ায় প্রবল ধুলো ঝড় সহ বৃষ্টি। কলকাতা ছাড়াও দঃ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি ঝড়ের সম্ভাবনা।
পৈলানে পুলিশ সুপারের নতুন ভবনের উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি। সেখান থেকে অভিষেক রাজ্য পুলিশকে কুর্নিশ জানিয়ে বলেন,‘২৪ ঘণ্টা পুলিশ কর্মীরা মানুষের পাশে থাকেন, তাঁদের কুর্নিশ জানাই। ‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ যেভাবে কাজ করছে, তাঁদের ধন্যবাদ। আস্থা অ্যাপের মাধ্যমে যে কোনও সমস্যা মুহূর্তে পুলিশকে জানানো সম্ভব। ডায়মন্ড হারবার পুলিশ জেলা প্রথম সর্বত্র সিসি ক্যামেরায় নজরদারি শুরু করেছিল। ডায়মন্ড হারবার আজ যা ভাবে, গোটা বাংলা কাল সে কথা ভাবে’। করোনার সময় পুলিশ যে ভাবে কাজ করেছে তা অভূতপূর্ব। সেল্ফ টেস্টিং কিটে একদিনে ৫০ হাজার করোনা পরীক্ষা করে দেশে রেকর্ড করেছিলাম। ডায়মন্ড মডেল গোটা দেশ অনুকরণ করেছে। করোনা এখনও যায়নি, যে কোনও মূহূর্তে ফের আছড়ে পারে। মাস্ক সবসময় পরে থাকতে হবে’।
এবার আইসি-কে কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক। আইসি অঞ্জন দত্তর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আমডাঙার বিধায়কের। আমডাঙা থানার আইসি-কে মাটি মাফিয়া বললেন বিধায়ক রফিকুর রহমান। মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব হওয়াতেই বিধায়কের রোষে, পাল্টা দাবি আইসি-র।