Alipurduar Tourists: জয়ন্তী পাহাড়ে আটকে চারদিন! স্থানীয়দের সাহায্যে উদ্ধার ৭ যুবক । Bangla News
Continues below advertisement
আলিপুরদুয়ারের দুর্গম জয়ন্তী পাহাড়ে আটকে পড়া ৭ যুবককে চারদিন পর উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, গত শনিবার জয়ন্তী পাহাড়ের বড় মহাকাল মন্দিরে পুজো দিন যান আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকার ৭ যুবক। রবিবার ফেরার কথা থাকলেও প্রবল বৃষ্টিতে পাহাড়ি ক্ষরস্রোতা জয়ন্তী নদী ভয়ঙ্কর হয়ে ওঠে। আটকে পড়েন সবাই। সঙ্গে থাকা সামান্য জল ও খাবার শেষ হয়ে গেলে মোবাইল ফোনে কোনওরকমে বাড়ির সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয়দের সাহায্যে খাবার ও জল পৌঁছে দেওয়া গেলেও কাউকেই উদ্ধার করা যায়নি। আজ চেষ্টা চালালেও উদ্ধারে ব্যর্থ হয় সরকারি উদ্ধারকারী দল। শেষমেশ, চারদিন পর ঝুঁকি নিয়ে সবাইকে উদ্ধার করেন স্থানীয় যুবকদের একটি দল। উদ্ধার করার পর ওই যুবকদের নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।
Continues below advertisement
Tags :
Alipurduar Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Jayanti Moountain