7tae Bangla: মেট্রোর কাজের জন্য পরপর বাড়িতে ফাটল, আতঙ্কে বউবাজার

Continues below advertisement

বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হয়েছে। মেট্রো সূত্রে খবর, নতুন করে মাটি ক্ষয় হয়নি। এই মুহূর্তে ওই এলাকায় মাটির শক্তি বাড়ানো অর্থাৎ গ্রাউটিংয়ের কাজ চলছে। অন্যদিকে, মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের আরও কয়েকটি বাড়ি আজ খালি করার সম্ভাবনা। বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই বউবাজারের ওই এলাকা থেকে দেড়শোরও বেশি বাসিন্দাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রো বিপর্যয় নিয়ে বিকেলে নবান্নে বৈঠক। সূত্রের খবর, বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। থাকবেন মেয়র ফিরহাদ হাকিম ও মুখ্যসচিব। কেএমআরসিএল কর্তৃপক্ষ ছাড়া রেল বোর্ডের কর্তাদেরও বৈঠকে ডাকা হতে পারে। বিজয়া সম্মিলনীতে যোগ দেওয়ার কথা থাকায় বৈঠকে নেই নয়না, বিশ্বরূপ। 

 

মেট্রোর কাজের জন্য পরপর বাড়িতে ফাটল, আতঙ্কে বউবাজার। সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হলেও আতঙ্কে মদন দত্ত লেনের বাসিন্দারা। বাড়ির কী অবস্থা? হোটেল থেকে বারবার ছুটে আসছেন ঘরছাড়ারা। কবে আবার বাড়ি ফিরতে পারবেন? দুশ্চিন্তায় বউবাজারের বাসিন্দারা। টানেলে জল ঢোকা বন্ধ করে গ্রাউটিংয়ের কাজ চালাচ্ছে কেএমআরসিএল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram