7Tae Bangla: সিজিও কমপ্লেক্সে ফের মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ইডির জিজ্ঞাসাবাদ

Continues below advertisement

চাকরিপ্রার্থীর মৃত্যুর বিচার চেয়ে বাম অভিযানে লালগোলায় ধুন্ধুমার। বাম ছাত্র-যুব সংগঠনের থানা অভিযান ঘিরে রণক্ষেত্র লালগোলা। পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা, ধস্তাধস্তি। প্রাথমিকে চাকরির টোপ দিয়ে ৬ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। 

পরপর ৩ বার, শিক্ষক নিয়োগ মামলায় ফের মানিক-ঘনিষ্ঠকে ইডির তলব। সিজিও কমপ্লেক্সে ফের মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ইডির জিজ্ঞাসাবাদ। তাপস মণ্ডলের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ইডির: সূত্র। এর আগে বারাসাতে তাপস মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। মানিক ভট্টাচার্যের নির্দেশ মেনে কীভাবে কাজ করতেন তাপস? জানতে চায় ইডি: সূত্র। 

জামিনের আবেদন খারিজ, ১১ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। ‘অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের বিপুল সম্পত্তি। বিপুল সম্পত্তির উত্‍স নিয়ে সদুত্তর দিতে পারেনি অভিযুক্তরা। অনুব্রত মণ্ডল প্রভাবশালী, গরু পাচারে যুক্ত, এ সংক্রান্ত তথ্যপ্রমাণ আছে। পর্যবেক্ষণ আসানসোল আদালতের বিচারকের। তদন্তকারী অফিসারকে জেলে গিয়ে জেরার অনুমতি আদালতের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram