7tae Bangla: SSC দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায় ও প্রদীপ সিংয়ের আরও সম্পত্তির হদিশ?
নিউটাউনের বিভিন্ন অভিজাত আবাসনে রয়েছে প্রসন্নকুমার রায়ের একাধিক ফ্ল্যাট। সিবিআই সূত্রে দাবি।
SSC দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের প্রতিবেশী ছিলেন প্রদীপ সিং। নিউটাউনের বলাকা আবাসনে ফ্ল্যাট রয়েছে প্রদীপের, এছাড়াও তাঁর রয়েছে আরও ফ্ল্যাট। জানিয়েছেন খোদ প্রদীপের বাবা অনুজ সিং। তাঁর দাবি, ছেলে SSC দুর্নীতিতে জড়িত কি না, জানা নেই। তবে অনুজ জানতেন, ছেলে প্রদীপ দীর্ঘদিন ধরে কাজ করে প্রসন্ন ওরফে রাকেশের সংস্থায়। সেই সূত্রেই ঘনিষ্ঠতা, দাবি ধৃত মিডলম্যান প্রদীপ সিংয়ের বাবার।
SSC দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায় ও প্রদীপ সিংয়ের আরও সম্পত্তির হদিশ? হাওড়ার শ্যামপুরের গাদিয়াড়ায় চলন্তিকা লজ। বিজেপির দাবি, খাতায় কলমে এই হোটেলের মালিক প্রদীপ সিং। এদিন ওই হোটেলের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। যদিও হোটেলের ম্যানেজারের দাবি, মালিকের নাম প্রসন্ন রায়। তাঁদের হেড অফিস রাজারহাটে। হোটেল মালিক আসেন না বলেও দাবি করেছেন ম্যানেজার।