7Tay Bangla(Seg-1): ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে ৫ পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ। Bangla News

Continues below advertisement

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে ৫ পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ। ক্লোজ হওয়া ৫ পুলিশকর্মীর বয়ান রেকর্ড করল সিবিআই। প্রায় ৭ ঘণ্টা ধরে ক্লোজ হওয়া ৫ পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ। এসডিপিওকেও প্রায় দেড়ঘণ্টা ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ।

রামপুরহাটের বগটুইয়ে তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই। সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুন, ১২০ বি ষড়যন্ত্র, ৩৪ সংগঠিত অপরাধ এবং বিস্ফোরক আইনের ৩ ও ৪ নম্বর ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে পলাশ শেখ, সোনা শেখ, সঞ্জু শেখ, ছোট লালন, মাসাদ শেখ-সহ ১০ জনের। খবর সিবিআই সূত্রে। আজ আদালতে পেশ হলে পাঁচজনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।

"ভাদু একজন মাফিয়া, গুন্ডা। ভাদুর লোকেরাই লালনের নির্দেশে আমাদের বাড়িতে আগুন লাগায়। ভাদুর জন্য একবছর ধরে গ্রামছাড়া ছিলাম।: তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনে ধৃত সঞ্জু শেখের দাবি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram