৭টায় বাংলা : বিজেপিতে অনুগত সৈনিক হিসেবেই ছিলাম কিন্তু বাঙালিদের হেয় করাকে মেনে নিইনি, বললেন বাবুল। Bangla News
"রমজান মাস, উপনির্বাচন (Bengal By poll) ও গরমকে উপেক্ষা করে মোট ৪৫ শতাংশ ভোট পড়বে এও আশা করিনি, সেখানে ২০ হাজারের মার্জিনের বেশি ভোটে জেতা, সত্যিই বড় বিষয়", বালিগঞ্জে ফলাফল ঘোষণার পর বললেন বাবুল। "কোনোভাবেই সুব্রতদার (Subrata Mukherjee) সঙ্গে কোনও তুলনাতেই যাওয়া উচিত না", মন্তব্য বাবুলের (Babul Supriyo), "আমি আমার ইতিহাস বদলাতে পারব না। আমি বিজেপিতে ছিলাম এবং অনুগত সৈনিক হিসেবেই ছিলাম, কিন্তু বাঙালিদের হেয় করাকে মেনে নিইনি"।
"তৃণমূলের (TMC) বিকল্প বিজেপি (BJP) এই ন্যারেটিভ ভাঙতে পেরেছি। এবং ভোট প্রাপ্তির নিরিখেও এই নির্বাচনে তিরিশ শতাংশ ভালো ফলাফল বামেদের।" সকলকে ধন্যবাদজ্ঞাপন বালিগঞ্জের বামপ্রার্থী সায়রা শাহ হালিমের (Saira Shah Halim)।
"সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলনে এই ভোট নয়, উপনির্বাচনের ফলাফল (By Poll Results) প্রকাশের পর দাবি দিলীপ ঘোষের (Dileep Ghosh)। বললেন 'ভোট একতরফা হয়েছে, ভোট করানো হয়েছে'।
প্রত্যেক মুহূর্ত কাটছে আতঙ্কে জানাচ্ছেন বেহালার চড়কতলার (Behala Charaktala) বাসিন্দারা। ঘটনার চার দিন পরেও মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের (Behala Tmc Clash)।