Recruitment scam: নিয়োগ দুর্নীতিতে CBI-এর হেফাজতে ৯ জন অভিযুক্ত, প্রায় ১০ কোটি টাকার লেনদেনের হদিশ

Continues below advertisement

Recruitment scam: সাড়া ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment scam) গত ৪ দিনে ৯ জন অভিযুক্তকে হেফাজতে নিয়েছে CBI!। হদিশ মিলেছে প্রায় ১০ কোটি টাকার লেনদেনের! কিন্তু, চাকরি বিক্রির এই টাকা কাদের পেটে গেছে?। মাথা কে? দুর্নীতির দাবা খেলায় বোড়দের তো ধরছে সিবিআই-ইডি (CBI-ED), কিন্তু রাজা এবং মন্ত্রী কারা? কোথায় তারা? তাঁরা কি আড়ালেই থেকেই যাবে? কবে সেই মাথাদের কাছে পৌঁছবে CBI? সোমবার তাপস মণ্ডল (Tapas Momdal), কুন্তল ঘোষ-সহ(Kuntal Ghosh) মোট সাতজনকে আলিপুরের (Alipore) বিশেষ আদালতে তোলার পর,। সিবিআইয়ের তরফে দাবি করা হয়, ধৃতদের মধ্যে শেখ আলি ইমাম (Ali Imam) ৬ কোটি ৭০ লক্ষ টাকা নিয়েছেন। তাঁর দাদা শেখ শাহিদ ইমাম নিয়েছেন ১ কোটি ৪০ লক্ষ টাকা। আর কৌশিক ঘোষ (Kauhik Ghosh)নিয়েছেন, ১ কোটি ৯০ লক্ষ টাকা। CBI-এর আইনজীবী আদালতে বলেন, স্কুলে চাকরি দেওয়ার নামে ৬ কোটি ৭০ লক্ষ টাকা তুলেছেন তিনি। কার থেকে নিয়েছেন, কাকে দিয়েছেন সেটা জানা দরকার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram