Tapas Mondal: আগেও গ্রেফতার হয়েছেন তাপস ! রয়েছে প্রতারণা, তোলাবাজির মতো মারাত্মক অভিযোগ
প্রথমে চিটফান্ড (Chitfund) খুলে কোটি কোটি টাকা 'প্রতারণা', বি.এড কলেজের আড়ালে 'দুর্নীতিচক্র' (Recruitment Scam), চাকরির নামে 'তোলাবাজি'। তাপস মণ্ডলের (Tapas Mondal) বিরুদ্ধে ধাপে ধাপে রয়েছে এমনই সব মারাত্মক অভিযোগ। আগেও গ্রেফতার হয়েছেন তিনি। বেশি সুদের টোপ দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন।