7tae Bangla: ভয়াবহ পথ দুর্ঘটনায় ৮ মহিলা যাত্রী ও অটোর চালক-সহ ৯ জনের মৃত্যু

Continues below advertisement

বীরভূমের মল্লারপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, অন্তত ৯জনের মৃত্যু। সরকারি বাসের ধাক্কায় চালক-সহ অটোর সব যাত্রীর মৃত্যু। বাসের ধাক্কায় ৮ মহিলা যাত্রী ও অটোর চালক-সহ ৯ জনের মৃত্যু। রামপুরহাট থেকে সিউড়ির পথে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ। ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ৯জনের মৃত্যু। 

 

৯ বার তলবে ১ বার হাজিরা, কাল ফের অনুব্রতকে সমন। গরুপাচারকাণ্ডে কাল ফের অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব। ইমেল নয়, বোলপুরের বাড়িতে গিয়ে অনুব্রতকে সিবিআই নোটিস
বোলপুরের বাড়িতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ অনুব্রত মণ্ডলের। কাল কি নিজাম প্যালেসে হাজিরা দেবেন অনুব্রত? এখনও ধোঁয়াশা। সিবিআই নোটিসের ৫ মিনিটের মধ্যেই অনুব্রতর বাড়িতে চিকিৎসকরা। অনুব্রতর বাড়িতে গিয়ে শারীরিক পরীক্ষায় বোলপুর হাসপাতালের টিম। আপাতত অনুব্রতকে বেডরেস্টের পরামর্শ বোলপুরের চিকিৎসকদের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram