Jaldapara Elephant: জঙ্গল থেকে বেরিয়ে সোজা মিষ্টির দোকানে একপাল হাতি! তারপর? ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: গভীর রাতে হাতির হানা মিষ্টির দোকানে । সিসিটিভিতে (CCTV) ধরা পড়ল ছবি।  মিষ্টি দোকানে হানা দিয়ে মিষ্টি খেল হাতি।  নষ্টও করল অনেক মিষ্টি । ঘটনাটি ঘটেছে শুক্রবার  রাত প্রায় ১-৫০ মিনিট নাগাদ।  জলদাপাড়া (Jaldapara) জঙ্গল থেকে বেরিয়ে পড়ে হাতির দল। মাদারিহাটের চৌপথি এলাকায় চলে আসে একটি হাতি। বুনো হাতি রাজেশ বণিকের মিষ্টির দোকানে হানা দেয়। দোকান ভেঙে  মিষ্টি খাওয়ার পাশাপাশি নষ্টও করে প্রচুর। আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। যাওয়ার পথে একটি পানের দোকানের ক্ষতি করে। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram