Asterisk: পৃথিবীর দিকে ধেয়ে আসছে কোনও অতিকায় গ্রহাণু। আমাদের গ্রহের বুকে আছড়ে পড়া শুধু সময়ের অপেক্ষা। Bangla News

Continues below advertisement

পৃথিবীর দিকে ধেয়ে আসছে কোনও অতিকায় গ্রহাণু। আমাদের গ্রহের বুকে আছড়ে পড়া শুধু সময়ের অপেক্ষা। লোপ পেয়ে যাবে মানব প্রজাতি, এই দুঃস্বপ্ন থেকে এবার মুক্তি। মহাকাশে সফল নাসার মহামিশন। প্রথমে গ্রহাণু আকারের এক মহাকাশযানকে ছোটানো হয় পৃথিবীর দিকে। তারপর নাসার ডার্ট মহাকাশযান গিয়ে ধাক্কা মারে গ্রহাণুরূপী ডিমরফোস মহাকাশযানকে। সেই ধাক্কায় গ্রহাণুরূপী মহাকাশযানের পৃথিবীমুখী গতিপথ কতটা পাল্টাল, তার রিপোর্ট যদিও এখনও পাওয়া যায়নি। তবু এই দিনটিকে মানব সভ্যতার পক্ষে স্মরণীয় বলেই মনে করছে নাসা। ভারতীয় সময় মঙ্গলবার ভোর ৪টে ৪৫ মিনিট নাগাদ এই ঐতিহাসিক পরীক্ষা সফল হয়েছে। মহাশূন্য থেকে আসা গ্রহাণুকে বুড়ো আঙুল দেখিয়ে, এরপরে আমাদের দুনিয়াদারি যে বাড়বে, তা দিনের আলোর মতো স্পষ্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram