Asterisk: লোপ পেয়ে যাবে মানব প্রজাতি, এই দুঃস্বপ্ন থেকে এবার মুক্তি। মহাকাশে সফল নাসার মহামিশন
Continues below advertisement
পৃথিবীর দিকে ধেয়ে আসছে কোনও অতিকায় গ্রহাণু। আমাদের গ্রহের বুকে আছড়ে পড়া শুধু সময়ের অপেক্ষা। লোপ পেয়ে যাবে মানব প্রজাতি, এই দুঃস্বপ্ন থেকে এবার মুক্তি। মহাকাশে সফল নাসার মহামিশন। ১০ মাস আগে মহাশূন্যে ডিডিমস, ডাইমরফস নামে দুটি গ্রহাণুর দিকে রওনা দিয়েছিল নাসার ডার্ট মহাকাশযান। পরিকল্পনামাফিক ডাইমরফসের বুকে ধাক্কা মেরে তার গতিপথ পাল্টে দেওয়া হয়। মহাকাশ বিজ্ঞানীদের অনুমান, এর ফলে ডিডিমসের চারপাশে ঘুরপাক খাওয়া ডাইমরফসের ঘূর্ণন বেগ কমবে অন্তত ১০ মিনিট। পৃথিবীমুখী যেকোনও গ্রহাণুর বেগ এতটা কমলে, তাতেই রক্ষা পাবে আমাদের দুনিয়া। ভারতীয় সময় মঙ্গলবার ভোর ৪টে ৪৫ মিনিট নাগাদ এই ঐতিহাসিক পরীক্ষা সফল হয়েছে। মহাশূন্য থেকে আসা গ্রহাণুকে বুড়ো আঙুল দেখিয়ে, এরপরে আমাদের দুনিয়াদারি যে বাড়বে, তা দিনের আলোর মতো স্পষ্ট।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Asterisk