Kolkata News: কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় এক ব্য়ক্তিকে প্রকাশ্যে কুপিয়ে খুন | ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: চিৎপুর, ময়দান, চিংড়িঘাটার পর এবার কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় এক ব্য়ক্তিকে প্রকাশ্যে কুপিয়ে খুন। আজ ভোর ৫টা নাগাদ তারদা কাপাশিট গ্রামে ঘটনাটি ঘটে। মৃতের নাম ভোলা শেখ। পুলিশ সূত্রে খবর, চা খেতে বেরিয়েছিলেন ৬৬ বছরের ওই ব্যক্তি। বাড়ির সামনেই তাঁর ওপর হামলা চালায় ভাগ্নি-জামাই জাকির। তদন্তে পুলিশ জেনেছে, শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে ভাগ্নিকে নিজের বাড়িতে এনে রেখেছিলেন ভোলা। সেই আক্রোশেই মামা শ্বশুরকে কুপিয়ে খুন করে ভাগ্নি-জামাই। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ভোলা শেখকে পুলিশই এনআরএস হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Continues below advertisement