Bolpur Fire: মধ্যরাতে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু মা ও ৪ বছরের ছেলের, কীভাবে আগুন লাগল বাড়িতে ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: মধ্যরাতে ঘুমের মধ্যে বাড়িতে আগুন। পুড়ে মৃত্যু মা ও চার বছরের ছেলের। আগুনে পুড়ে গুরুতর জখম বাবা। পরিবারের বড় ছেলে ও প্রতিবেশীদের একাংশের অভিযোগ, কেউ বা কারা রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামে। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকা হয়েছে ফরেন্সিক টিমকে।

 

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ শেখ আব্দুল আলিমের বাড়িতে আগুন লাগে। সে সময় একটি ঘরে ঘুমোচ্ছিল স্বামী-স্ত্রী ও তাঁদের ৪ বছরের ছেলে। চোদ্দ বছরের বড় ছেলে ছিল পাশের ঘরে। অগ্নিদগ্ধ বাবা, মা ও ছোট ছেলেকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যালে। সেখানেই মৃত্যু হয় মা ও তাঁর শিশুপুত্রের।

ঘটনার বিস্তার...

বোলপুর থানার রজতপুর গ্রাম। সেখানকার স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল আলিম। তিনি, তাঁর স্ত্রী রূপা বিবি ও তাঁদের ৪ বছরের সন্তানকে নিয়ে একটি ঘরে ঘুমাচ্ছিলেন। সেই সময় কোনওভাবে আগুন লাগে। তাতে তিনজনই দগ্ধ হন। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রূপা বিবি ও তাঁর বাচ্চা মারা গিয়েছেন। আইসিইউতে রয়েছেন শেখ আব্দুল আলিম। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। কারণ তাদের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খুব সন্দেহজনক।  

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram