Beleghata: রবিনসন স্ট্রিটের ছায়া বেলেঘাটায়, বৃদ্ধার মৃতদেহ আগলে বসেছিলেন মেয়ে | ABP Ananda LIVE
রবিনসন স্ট্রিটের ছায়া বেলেঘাটায় (Beleghata)। ৯০ বছরের বৃদ্ধার মৃতদেহ আগলে বসেছিলেন মেয়ে। আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় বাসিন্দারা মেয়েকে জিজ্ঞাসা করায় জানতে পারেন মায়ের মৃত্যু হয়েছে। বেলেঘাটা (Beleghata) থানায় খবর দেন প্রতিবেশীরাই। পরে পুলিশ গিয়ে নমিতা ঘোষালের (Namita Ghosal) পচাগলা মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, বৃদ্ধার মেয়ে মানসিকভাবে অসুস্থ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেশ কয়েকদিন আগে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।