Governor CV Ananda Bose : প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতির সিদ্ধান্ত, ধনকড়ের পথেই নতুন রাজ্যপাল ?
রাজ্য়পাল সি ভি আনন্দ বোস কি তাঁর পূর্বসূরি জগদীপ ধনকড়ের পথে হাঁটছেন? রাজভবন ও রাজ্য় সরকারের মধ্য়ে কি ফিরবে সংঘাত? রাজ্য়পালের প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতির সিদ্ধান্ত ঘিরে সেই জল্পনাই ক্রমশ জোরাল হচ্ছে। সূত্রের খবর, রাজ্য়পালের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।