Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। ABP Ananda Live

Continues below advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। ইউজিসি-র নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় এবং হস্টেলে সিসি ক্যামেরা বসানোর আবেদন। 'বিশ্ববিদ্যালয় এবং হস্টেল চত্বরে কোথাও যেন অন্ধকার না থাকে'। 'পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে'। 'সবার জন্য ডিজিটাল পরিচয় পত্রের ব্যবস্থা করাতে হবে'। 'প্রবেশপথে ব্যাগ পরীক্ষা করার ব্যবস্থা রাখতে হবে'। 'প্রাক্তনী এবং বহিরাগতদের জন্য আলাদা রেজিস্টার রাখতে হবে'। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে আবেদন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। 'সিসিটিভি আগে লাগানো হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছে'। 'প্রাক্তনীরা দিনের পর দিন হস্টেলে থাকছেন''প্রশাসন বলে কিছু নেই, বহিরাগতরা প্রতিনিয়ত ঢুকছে'।'আগেও র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে, ইউজিসি-র নিয়ম মানা হচ্ছে না'। 'এর আগেও ভাঙচুরের ঘটনা ঘটেছে, কাউকে ঢুকতে দেওয়া হয়নি'। 'আচার্য শুধু উপাচার্য নিয়োগ করে বসে থাকবেন সেটা হয় না'। মামলা দায়ের করে অভিযোগ তৃণমূল মুখপাত্র সুদীপ রাহারইউজিসি । নির্দেশিকা মানতে বাধ্য সমস্ত বিশ্ববিদ্যালয়, মন্তব্য প্রধান বিচারপতির

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram