Kerala News: বাজি প্রদর্শনী চলাকালীন ভয়াবহ আগুন, আহত দেড়শোরও বেশি মানুষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কেরলের কাসারগড়ে মন্দিরে বাজি প্রদর্শনী চলাকালীন ভয়াবহ আগুন। দেড়শোরও বেশি মানুষ আহত হয়েছেন। ৯৮ জন হাসপাতালে ভর্তি, এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, কাসারগড়ের নীলেশ্বরমের একটি মন্দিরে গতকাল মধ্যরাতে বাজি প্রদর্শনী চলছিল। সেখান থেকে আগুন লেগে যায়। আগুনে ঝলসে যান অনেকেই। আহতদের ম্যাঙ্গালোর, কান্নুর, কাসারগড়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও খবর..
তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ডাক পেলেন না বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শিক্ষা দুর্নীতি মামলায় জেল খেটে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন জীবনকৃষ্ণ। জেলমুক্তির পর বিধায়ককে নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বড়ঞার ব্লক সহ সভাপতি মঞ্চে দাঁড়িয়ে তাঁর ঘোষণা, যতদিন পদে আছেন, শুধুমাত্র কাগজে সই-সাবুদ করবেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দলের সাংগঠনিক কাজে তাঁকে ব্যবহার না করার নির্দেশ রয়েছে। গতকাল মুর্শিদাবাদের বড়ঞায় বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল তৃণমূল নেতৃত্ব।
কলকাতায় ফের দুষ্কৃতী-দৌরাত্ম্য। নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা যুবককে ছুরির কোপ। ছুরি দিয়ে যুবককে কুপিয়ে উধাও দুষ্কৃতীরা। যুবককে লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে, দাবি পরিবারের। রাত সোয়া ৩টে নাগাদ নারকেলডাঙার কাইজার স্ট্রিটে এই ঘটনা ঘটেছে