RG Kar Protest: দ্রোহের কার্নিভালের পর ৪ নভেম্বর বাড়িতে বাড়িতে দ্রোহের আলো জ্বালো | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: দ্রোহের কার্নিভালের পর ৪ নভেম্বর বাড়িতে বাড়িতে দ্রোহের আলো জ্বালো।৯ নভেম্বর জনতার চার্জশিট। জয়নগর থেকে জয়গাঁ মিছিলের ডাক। ৮০টি সংগঠন মিলে তৈরি হল অভয়া-মঞ্চ। 
এবার 'দ্রোহের আলো জ্বালো' 

আরও খবর..

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ। সেই নিয়ে শোরগোলের মধ্যে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তন্ময় এবার তৃণমূলে ঝান্ডা ধরতে পারেন বলে দাবি করেছেন শুভেন্দু। যদিও তাঁর এই দাবি উড়িয়ে দিয়েছেন তন্ময় খোদ। দু'পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে সেই নিয়ে। (Suvendu Adhikari)

সন্দেশখালি ইস্য়ু নিয়ে তৃণমূল এবং রাজ্য় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। তারা শোরগোল ফেলে দিয়েছিল দিল্লিতেও। খোদ প্রধানমন্ত্রী রাজ্যে এসে অভিযোগকারিণীদের সঙ্গে দেখা করে, কথা পর্যন্ত বলেছিলেন। বিজেপির ছোট-বড়-মেজ, সব নেতার মুখেই তখন ঘুরত সন্দেশখালি ইস্য়ু। সন্দেশখালির স্থানীয় একজন মহিলাকে লোকসভা ভোটে প্রার্থী পর্যন্ত করেছিল গেরুয়া শিবির। কিন্তু আর জি কর ইস্য়ুতে, বিজেপির এই অবস্থানের কার্যত উল্টো ছবি দেখা যাচ্ছে। রাজ্য়ে এসেও, আর জি কর ইস্য়ুতে সেভাবে সরব হলেন না অমিত শাহ, চাওয়া সত্ত্বেও সময় দিলেন না অসহায় পরিবারটাকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram