NEET Scam Case: NEET-এর এক বছর আগেই হয়ে গেছিল, টাকার বিনিময়ে প্রশ্ন পাওয়ার ডিল!

Continues below advertisement

NEET-এর এক বছর আগেই হয়ে গেছিল, টাকার বিনিময়ে প্রশ্ন পাওয়ার ডিল! বিহারের এক পরীক্ষার্থীর বাবা জানালেন, ছেলের পরীক্ষার প্রশ্ন পেতে, এক বছর আগেই ব্ল্য়াঙ্ক চেক দিয়ে দিয়েছিলেন তিনি! আরেক পরীক্ষার্থীর বাবার দাবি, প্রশ্নফাঁস কাণ্ডে অভিযুক্তদের সঙ্গে তাঁর ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল! NEET দুর্নীতির মধ্য়েই এবার একের পর এক চাঞ্চল্য়কর দাবি প্রকাশ্য়ে এল। 

কেউ পরীক্ষার ১ বছর আগেই দিয়ে রেখেছিলেন 'ব্ল্য়াঙ্ক চেক'! কারও সঙ্গে ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল! সেইমতো পরীক্ষার আগের দিন রাতেই, পরীক্ষার্থীর হাতে এসে পৌঁছেছিল, উত্তর সহ প্রশ্নপত্র। NEET দুর্নীতিকাণ্ডে এবার এমনই চাঞ্চল্য়কর স্বীকারোক্তি করলেন, পরীক্ষার্থী কিংবা তাঁদের অভিভাবকরা। ১৬১ ধারায় পুলিশের কাছে, দেওয়া জবানবন্দিতে অখিলেশ কুমার নামে এক NEET পরীক্ষার্থীর বাবা জানিয়েছেন,  তাঁর ছেলে, কোটায় থেকে NEET-এর প্রস্তুতি নিচ্ছিল। একদিন তাঁর বন্ধু সিকন্দর, তাঁকে বলে, ছেলে পরীক্ষায় পাস করে যাবে। শুধু ৪০ লক্ষ টাকা লাগবে। পুলিশের কাছে স্বীকারোক্তিতে অখিলেশ জানিয়েছেন, তিনি লোভে পড়ে ছেলের সমস্ত নথি তুলে দেন সিকন্দরের হাতে। ৫ মে ছিল NEET অর্থাৎ MBBS-এর প্রবেশিকা। ৪ মে রাত্রিবেলা উত্তরপত্র সহ প্রশ্নপত্র পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়। রাতের মধ্য়ে উত্তর মুখস্থ করতে বলা হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram