Howrah Incident: বাড়ির কলিং বেলের স্যুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লিলুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। বাড়ির কলিং বেলের স্যুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। বাংলায় রেমাল-দুর্যোগে (Cyclone Remal Update) মৃত বেড়ে ৭।
রেমাল আছড়ে পড়ার পর, তার তাণ্ডব যেন থামছেই না। দুর্যোগের জেরে বাড়ছে মৃতের সংখ্যাও। এদিন হাওড়ায় লিলুয়ায়, বাড়িতে ঢুকতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক যুবক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম প্রসেনজিৎ গুহ (৩০)। এদিন কাজ থেকে বাড়ি ফিরে কলিং বেল বাজান, তখনই ঘটে বিপত্তি। প্রতিবেশীদের দাবি, কলিং বেলের স্যুইচ থেকে শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কলিং বেলের কোনও তার ছেঁড়া ছিল। বাড়ির গ্রিলের সঙ্গে তার জড়িয়েছিল। কলিং বেলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।