Abhijit Ganguly: কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়
West Bengal News: সাংবিধানিক আদালত থেকে এবার মানুষের আদালতে। এজলাসের গণ্ডি ছাড়িয়ে এবার রাজনীতির ময়দানে। কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Ganguly)। নিজের ইস্তফাপত্র ডাকযোগে পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে। আলাদা করে ইস্তফাপত্র জমা দেবেন প্রধান বিচারপতির কাছেও। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। সূত্রের খবর, লোকসভা ভোটে তমলুকে বিজেপির প্রার্থীও হতে পারেন তিনি। লোকসভা ভোটের আগে এবিপি আনন্দের এই খবরে তোলপাড় পড়ে গিয়েছে রাজনীতি-সহ বিভিন্ন মহলে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন মামলায়, যাঁর বহু রায় এবং পর্যবেক্ষণ রাজ্য় রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে, দুর্নীতিগ্রস্তদের বুকে কাঁপুনি ধরিয়েছে, তাঁরই বিচারপতি পদে ইস্তফার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য সহ গোটা দেশে। এদিন সকাল ৯টা ৫০ মিনিটে বাড়ি থেকে হাইকোর্টের উদ্দেশে রওনা হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ABP Ananda Live