Abhijit Ganguly: নিয়োগ দুর্নীতিতে মানিক-সিবিআইয়ের সেটিংয়ের সন্দেহ খোদ বিচারপতির । ABP Ananda

Continues below advertisement

নিয়োগ দুর্নীতিতে মানিক-সিবিআইয়ের সেটিংয়ের সন্দেহ খোদ বিচারপতির। 'আমার নির্দেশের পরেও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি, দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন, আমার তো মনে হয় যোগসাজশ আছে। আমার তো মনে হয় সিবিআই-মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশ আছে', জেলবন্দি প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতিকে জেরা না করায় তীব্র ভর্ৎসনা বিচারপতির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram