Abhisekh Banerjee case in court: অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা আজ হাইকোর্টে
Continues below advertisement
'মামলার ভবিষ্যত মসৃণ করতেই স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট', আদালতে সওয়াল ইডির (ED)। না হলে যে অভিযোগ সুপ্রিম কোর্টে করা হয়েছিল সেই অভিযোগ রোজ করা হত, এই অভিযোগ শয়তানের হাতিয়ার হয়ে দাঁড়াত', আদালতে সওয়াল ইডির। শহিদ মিনারে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সভার বক্তব্য এবং কুন্তল ঘোষের চিঠি পড়ে শোনাল ইডি। 'এখন দেখা যাচ্ছে প্রত্যেক অভিযুক্ত তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে, এই সব ভিত্তিহীন অভিযোগকে গুরুত্ব দিলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে, আদালতে সওয়াল ইডির। তদন্ত চলছে, আদালত নির্দেশ না দিলেও যাকে প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করতে পারতাম, এমন নয় যে আদালতের নির্দেশে আমরা বিশেষ কোন ক্ষমতা পেয়েছি', আদালতে সওয়াল ইডির।
Continues below advertisement