Abhishek Banerjee: বিজেপি সোশাল মিডিয়ায় কিছু পোস্ট করলে, সেটা পরীক্ষা করতে হবে : অভিষেক

Continues below advertisement

ABP Ananda LIVE : 'বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়া হবে না'। 'ব্যক্তির থেকে বড় দল, ছোট-মাঝারি নেতাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলের নামে জয়ধ্বনি দিন'। 'বিজেপির অর্থ আছে, অমিত শাহ বলেছেন আমরা যা ইচ্ছা তাই করতে পারি'। 'আমরা মিথ্যাবাদীর পার্টি নই, আমাদের আদর্শ রয়েছে'। 'বিজেপি সোশাল মিডিয়ায় কিছু পোস্ট করলে, সেটা পরীক্ষা করতে হবে'। 'রটনাকে ঘটনা বলে প্রচার করে বিজেপি'। 'বিজেপি নাকি বিভিন্ন বিধানসভায় প্রচার করছে তৃণমূল কোথায় ব্যর্থ ?''পশ্চিমবাংলায় ২৯৪ টি বিধানসভা প্রতি ৬৮৪ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, বুথ প্রতি ২.৫ কোটি'। 'বিজেপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার মানুষ বিপাকে পড়েছে'। 'তৃণমূল ১৫ বছর, কেন্দ্রে ১১ বছর ধরে বিজেপি সরকার, রিপোর্ট কার্ড কোথায় বিজেপির ?''সিপিএম ৩৪ বছর ধরে একই মিথ্যা বারবার বলত, বিজেপিও একই কথা বলে'। 'অন্য রাজনৈতিক দল বিজেপির কাছে হারে, আর তৃণমূলের হারে বিজেপি'। 'যাঁরা পোস্টার লাগাচ্ছে তাঁরা তৃণমূলের সৈনিক, ডিজিটাল যোদ্ধারা এয়ারফোর্স, আমরা যাঁরা সংসদে লড়ছি তাঁরা নৌসেনা'। তৃণমূল কংগ্রেসের আইটি সেলের উদ্যোগে আমি বাংলার ডিজিটাল যোদ্ধার উদ্বোধন। মিলন মেলা প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola