Kolkata Police: 'অভিষেকের বাড়ির সামনে মুম্বই হামলার চক্রীদের রেকি', দাবি কলকাতা পুলিশের, গ্রেফতার ১। ABP Ananda Live

Continues below advertisement

'অভিষেকের (Abhishek Banerjee) বাড়ির সামনে মুম্বই হামলার চক্রীদের রেকি। অভিষেকের পিএ-কে ফোন, অভিষেককেও ফোনের চেষ্টা। মুম্বই থেকে একজনকে গ্রেফতার করে এমনটাই দাবি করছে পুলিশ। 'রাজনৈতিক কারণে সাক্ষাতের জন্য সময় চেয়ে ফোন। ১৮, ১৯ এপ্রিল কলকাতায় ছিল অভিযুক্ত রাজারাম রেগে। শেক্সপিয়র সরণির হোটেলে ছিল মুম্বই হামলার চক্রী রাজারাম। মুম্বই হামলার সময়েও ডেভিড হেডলির সঙ্গেও যোগাযোগ করেছিল রাজারাম।মুম্বই হামলার সময় লস্কর ই তৈবা-কে তথ্য পাচার করেছিল রাজারাম', মুম্বই থেকে অভিযুক্ত রাজারাম রেগেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। 'রাজনৈতিক দলের তরফে আসার কথা বলে যোগাযোগের চেষ্টা। ২৬/১১ বিস্ফোরণের পরে রাজসাক্ষী হয়েছিল অভিযুক্ত রাজারাম,' মুম্বই থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে এমনই দাবি পুলিশের (Kolkata Police)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram