Morning Headlines: পাখির চোখ পঞ্চায়েত, আজ কোচবিহারে অভিষেক | ABP Ananda LIVE
Morning Headlines: পাখির চোখ পঞ্চায়েত। মঙ্গলবার শুরু তৃণমূলের নবজোয়ার। আজ কোচবিহারে অভিষেক। তুঙ্গে প্রস্তুতি। পাঁচতারা তাঁবু, কটাক্ষ সুকান্তর। অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি, পাল্টা কুণাল।
অভিষেকের বার্তার পর গোপন ব্যালটে মতামত নিয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করতে কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস। অবাধ মতামত গ্রহণের প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকবে কমিটি।
পথশ্রী প্রকল্পের কাজ ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের মেখলিগঞ্জ, আহত ৪। ভাগাভাগির লড়াই, আক্রমণ বিজেপির। অস্বীকার পরেশ অধিকারীর।
'২৪-এর আগে বিরোধী ঐক্যগঠনের চেষ্টা। আজ দুপুরে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়-নীতীশ কুমার বৈঠক। জাতীয় রাজনীতি ও বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনার সম্ভাবনা।
পঁচিশে বৈশাখ ফের কলকাতায় আসছেন অমিত শাহ। সায়েন্স সিটিতে আমাদের রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। পড়াশোনা করে আসবেন, না হলে ভুল বলবেন। কটাক্ষ তৃণমূলের।