Malda: মালদার চাঁচলে পানীয় জলের দাবিতে বালতি, কলসি নিয়ে বিক্ষোভে সামিল হলেন মহিলারা
Malda: মালদার চাঁচলে পানীয় জলের দাবিতে বালতি, কলসি নিয়ে বিক্ষোভে সামিল হলেন মহিলারা। তাঁদের অভিযোগ, ছবি মণ্ডল নামে এলাকার এক মহিলা PHE প্রকল্পের দরজায় তালা ঝুলিয়ে রেখেছেন। ফলে মিলছে না পানীয় জল। ওই মহিলার পাল্টা দাবি, চাকরি পেলে তবেই পানীয় জল পাবেন গ্রামবাসীরা। এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।