Abhishek Banerjee: 'বয়স হলে কর্মক্ষমতা কমে, এটা ধ্রুবসত্য়', ফের বললেন অভিষেক

Continues below advertisement

তৃণমূলনেত্রীর বার্তার পরও, নবীন-প্রবীণ ইস্য়ুতে পুরনো অবস্থানেই অনড় রইলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। রবিবার ডায়মন্ড হারবারের সভা থেকে তিনি ফের বলেন, বয়স হলে কর্মক্ষমতা কমে যায়। এটা ধ্রুবসত্য়। এনিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি সিপিএম এবং বিজেপি। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'হ্যাঁ আমি বলেছি যে, বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি দু’ মাস আড়াই মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল ৩৬। আমি পারব রাস্তায় থাকতে আড়াই মাস, আমার ৭০ বছর বয়স হলে? পারব না। এটা সত্যি কথা। এটা আপনাকে মানতে হবে।'

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram