Abhishek Banerjee: 'রাজ্যপালকে ২ সপ্তাহকে সময়, ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময়', হুঁশিয়ারি অভিষেকের

Continues below advertisement

ধর্নার পাঁচ দিনের মাথায় রাজভবনে (Raj Bhaban) রাজ্যপালের সঙ্গে দেখা করল তৃণমূলের (TMC) প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। মিনিট কুড়ির বৈঠকের পরে বেরিয়ে আসে তৃণমূলের প্রতিনিধি দল। পরে ধর্না মঞ্চ থেকে অভিষেক বলেন, '২১ লক্ষ পরিবার কাজ করলে, মজুরি কেন বন্ধ? আপনারও বাধ্যবাধকতা আছে, প্রয়োজনে ৩ সপ্তাহ নিন। তারপরে কেন্দ্রের সঙ্গে কথা বলে আমাদের জানান। বাংলার (West Bengal) মানুষকে যদি ভাতে মারা হয়, তাহলে কেন্দ্রের কাছে জানুন। রাজ্যপাল সব শুনেছেন, ২ বছরের সুদ সহ টাকার দাবি জানিয়েছি। একাধিকবার প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙছে। রাজ্যপালকে বলেছি আর আমাদের কাছে সৌজন্য আশা করবেন না। আপনি লিখিত কৈফিয়ত চান, কোন আইনে কেন্দ্র টাকা আটকে রেখেছে। ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রের সঙ্গে কথা বলে, সদুত্তর না দিলে আন্দোলন চলবে। রাজ্যপাল আমাকে কথা দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের সঙ্গে কথা বলব। বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। আমাদের সঙ্গে কথা বলার পরেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল (CV Ananda Bose), আশাকরি বিহিত করবেন।' ধর্নার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক বলেন, 'আরও ২৪ ঘণ্টা ধর্না চালাতে চেয়েছিলাম, দলনেত্রীর সঙ্গেও কথা বলেছি। পাল্টা সৌজন্য দেখানো উচিত বাংলারও, তাই কর্মসূচি প্রত্যাহার। রাজ্যপালকে ২ সপ্তাহকে সময় দিয়েছি, ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময়।' ধর্না প্রত্যাহার করেও ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে 'ডেডলাইন' অভিষেকের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram